শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসলেই ‘দ্য কপিল শর্মা শো’ ছাড়ছেন অর্চনা পূরণ সিং?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গুজব রটেছে এই বছরের শেষ কমেডি সিরিজ ‘দ্য কপিল শর্মা শো’তে আর দেখা যাবে না অভিনেত্রী অর্চনা পূরণ সিংকে। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন কপিল শর্মার উপস্থাপনায় কমেডি শোর শুটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। অর্চনা ২০১৯ সালে নভজোত সিং সিধুর স্থলাভিষিক্ত হন। অনুষ্ঠানটি ছেড়ে দেবার গুজবের জবাবে অর্চনা বলেন, ‘এমন খবরের ব্যাপারে আমি অবহিত নই। আসন্ন সিজনে আমি অংশ হয়ে থাকব। গত বছর আমি একটি ফিল্মের শুটিংয়ে থাকাকালেও এমন গুজব রটেছিল। এই বছরও একটি সিরিজের শুটিংয়ে অংশ নেবার সময় গুজব শুরু হয়। এসব গুজবে কোনও সত্যতা নেই।’ তিনি বলেন, ‘আমি হাস্যরস পছন্দ করি। কপি আমাকে আসন্ন মৌসুমের জন্য প্রস্তাব দিয়েছে। আমি অপেক্ষায় আছি।’ অর্চনা বর্তমানে নেটফ্লিক্সের একটি প্রজেক্টে কাজ করছেন। ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং আগামী মাস থেকেই শুরু হবার কথা। এক সূত্র জানিয়েছে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। কপিলের দল এর মধ্যে অনুষ্ঠান নিয়ে আলোচনায় বসেছিল। কপিল এর মধ্যে বাবা হয়েছেন বলে অনুষ্ঠানটি বন্ধ রাখা হয়েছিল, জানা গেছে ‘দ্য কপিল শর্মা শো’ নতুন করে সাজান হবে এবার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন