শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাবানা আজমিকে নিয়ে স্বামির টুইট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৬:৪৬ পিএম

গেল শনিবার (১৮ জানুয়ারি) গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। দুর্ঘটনায় মাথাসহ মেরুদ-ে বেশ আঘাত পেয়েছিলেন তিনি। তবে বর্তমানে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন শাবানা আজমি। এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী জাভেদ আখতার।

জাভেদ আখতার নিজ টুইটার হ্যান্ডেল থেকে টুইটের মাধ্যমে জানান যে, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতিটি বন্ধু এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাতে চাই। শাবানার জন্য তাদের উদ্বেগ, তাদের প্রার্থনা এবং শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। তাঁদের সবাইকে জানাতে চাই যে শাবানা সুস্থ হয়ে উঠছেন।

১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়েন শাবানা আজমি। দুর্ঘটনার পর গুরুতর আহত শাবানা আজমিকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন স্বামী জাভেদ আখতারও। তবে তিনি আঘাত পাননি। তবে একই গাড়িতে থাকা আরেকজন নারীর অবস্থা সঙ্কটাপন্ন ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন