বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

সীমান্তে হত্যার প্রতিবাদে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৬:২৬ পিএম

সীমান্তে হত্যার প্রতিবাদসহ ৪ দফা দাবিতে আমরণ অনশনে বসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখার যুগ্ম আহ্বায়ক।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরিফুল ইসলাম অনশন শুরু করেন।

তার ৪ দফা দাবি হলো-
১. ভারত-বাংলাদেশ সীমান্তে সকল হত্যার আন্তর্জাতিক আইনে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
২. ভারতকে সীমান্ত হত্যার জন্য ক্ষমা চেয়ে আর হত্যা না করার প্রতিশ্রুতি দিতে হবে।
৩. সীমান্তে হত্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে তদন্ত সাপেক্ষে দুই দেশের যৌথভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
৪. বাংলাদেশের সংসদে সীমান্তে হত্যার প্রতিবাদ করে নিন্দা জানাতে হবে।

এই বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিনিয়ত সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করছে 'বন্ধু' রাষ্ট্র ভারত। গত দশ বছরে সীমান্তে ভারত ৩০০ মানুষ হত্যা করেছে। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৪৬। আর ২০২০ সালে মাত্র ২৩ দিনেই হত্যা করেছে ১৫ জন।২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সীমান্তে হত্যা তিনগুণ। আর এভাবে চলতে থাকলে ২০২০ সালে সংখ্যাটা ৪০০ ছাড়াতে পারে। কিছুদিন আগে নিউজে দেখলাম ১১ বছর আগে বাবাকে মেরেছে বিএসএফ এবার মারলো ছেলেকে।’

তিনি আরও বলেন, ‘একবার চিন্তা করেছেন এই আমরাই ১৯৫২ সালে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার, ৪ জনের হত্যার প্রতিবাদে পুরো দেশ বিক্ষোভে উত্তাল হয়ে মায়ের ভাষার জন্য লড়াই করেছি। আর সেই আমরাই ২০২০ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এসেও কি রকম চেতনাহীন হয়ে গেছি। বলি কি ভাই, মুক্তিযুদ্ধের চেতনা শুধু ১৬ই ডিসেম্বর আর ২৬ এর জন্য শুধু রেখে না দিয়ে হৃদয়ে অনুভব করি। এভাবে চলতে দেয়া যায়না। এভাবে চলতে পারে না। পাশের দেশ নেপালও দেখিয়ে দিয়েছে কিভাবে ১ জন মানুষকেও মারলে তার প্রতিবাদ করতে হয়। এবার জেগে ওঠুন, প্রতিবাদ করুন। কত সময় নানা কাজে ব্যয় করেন।দশটা মিনিট দেশের জন্য প্রতিবাদ করুন। রাস্তায় নেমে আসুন।আর শিক্ষার্থী ভাইদের বলি কত সময় আড্ডায়, ফোনে গেম খেলে নষ্ট করেন। এবার একটু বাস্তব জীবনে খেলুন না। ভাইয়ের জন্য দাড়াঁন, দেশের জন্য দাড়াঁন। আর কোন হত্যা নয়, এবার হবে প্রতিবাদ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Aminul Islam ২৮ জানুয়ারি, ২০২০, ১২:৫৯ পিএম says : 0
আমি ভয়ে আছি, আরিফুল ইসলাম ভাইয়ের অবস্থা আবার না আবরারের মত হয়। জাবির ছাত্রলীগের কর্মীরা তো আরো বেশী লীগপ্রিয়- দেশের যোগ্য সন্তান। আরিফুল ইসলাম ভাইয়ের সাধারন ছাত্রদের এগিয়ে আসা উচিত !!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন