শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

১৯দফা ইশতেহার ৯৫ প্রতিশ্রুতি দিলেন তা‌বিথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১১:৫৭ এএম | আপডেট : ১১:৫৮ এএম, ২৭ জানুয়ারি, ২০২০

মশা নিধন ও নগর প্রশাসনসহ ১৯ দফা ইশ‌তেহার ৯৫ প্রতিশ্রুতি দি‌লেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আজ সোমবার গুলশা‌নে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশ‌তেহা‌রে তি‌নি এসব কথা ব‌লেন।
তা‌বিথ আউয়াল ব‌লেন,নগর প্রশাসন ক‌রে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যা‌য়ে বি‌কেন্দ্রীকরন করা হ‌বে। নগর সরকার ক‌রে মানু‌ষের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে।
‌তি‌নি ব‌লেন, ঢাকা সি‌টি‌তে মশার উপদ্রপ এক‌টি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধ‌নে ব্যর্থ হ‌য়ে‌ছে। আমর নির্বা‌চিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌নে কার্যত্রম গ্রহন কর‌বো। যানজট নিরস‌নে কাজ কর‌বো। বায়ু দূষন রো‌ধে কার্যকর উ‌দ্যেগ নিবো।

‌বি‌রোধী দ‌লে থে‌কে ই‌শ‌তেহার বাস্তবায়ন ক‌রেত পারবন কিনা সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে তিনি ব‌লেন, জনগণ পা‌শে থাক‌লে আমার দেওয়া ইশ‌তেহার বাস্তবায়ন কর‌তে পার‌বো।
ইশ‌তিহার ঘোষণার সময় উপ‌স্থিত ছি‌লেন, ছি‌লেন, বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার গ‌য়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, সে‌লিমা রহমান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব , বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলতাফ হো‌সেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো.শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন