সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তীব্র শীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম শ্রী পবিত্র সরকার ওরফে খোকা সরকার (৬০)। রোববার উপজেলার টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খোকা উপজেলার বড় দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামের প্রয়াত শ্রী পরেশ সরকারের ছেলে।
গ্রামবাসী জানান, তীব্র শীতের কারণে রোববার সকাল ৯টার দিকে উপজেলার টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামে তিনি নিজ বসতঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রী পবিত্র সরকার।
হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের গৃহকর্তা ছিলেন পবিত্র সরকার। বছরের ছয় মাস ফেরি নৌকার ওপর থাকতেন তিনি।
সোমবার প্রয়াত খোকা সরকারের স্ত্রী শ্রীমতি সন্ধ্যা রানী সরকার (৫৫) জানান, গত এক মাস আমার স্বামী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের কাছে বারবার ধরনা দিয়েছেন শীত নিবারণের জন্য একটি কম্বল বা গরম কাপড়ের আশায়। কিন্তু কারও কাছ থেকে সেই কম্বল বা গরম কাপড় আর পাওয়াই হলো না।
মন্তব্য করুন