শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনি কেয়ার বাংলাদেশের নতুন আউটলেট উদ্বোধন করলেন মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত অর্গানিক প্রতিষ্ঠান সিনি কেয়ার গত বছরের ২৯ নভেম্বর যমুনা ফিউচার পার্কের এ বøকে যাত্রা শুরু করে। সম্প্রতি বনানীর ১১ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু করেছে। এটি উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সিনিকেয়ারের পণ্য সব ধরনের ত্বকের জন্য উপযোগী। ক্ষতিকর না হওয়ার কারণে এর চাহিদা সারাবিশ্বে বাড়ছে। সিনি কেয়ারের পণ্য ত্বকের জন্য সহনশীল এবং শতভাগ হালাল বলে জানান বিদ্যা সিনহা মিম । তিনি বলেন, এই পণ্যটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। হেয়ার, সিরাম, স্ক্রিনক্রীমসহ বেশ কিছু মানসম্পন্ন পণ্য আছে তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিকেয়ার অস্ট্রেলিয়ার এশিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু, সিনি কেয়ার বাংলাদেশের উপদেষ্টা সিইও রেদোয়ানুল ইসলাম, অপারেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, অনুষ্ঠানের অর্গানাইসার, বিউটি এক্সপার্ট ও জে. কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিকসহ অনেকে। অনুষ্ঠানে সিনিকেয়ার অস্ট্রেলিয়ার এশিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু বলেন, সাউথ এশিয়ান জোনে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সিনি কেয়ার। যমুনার শোরুমের পর বনানীতে দ্বিতীয় আউটলেট উদ্বোধন হলো। বিউটি অলওয়েজ কামস ফর্ম ইনসাইড-এটা ফোকাস করে কাজ করছে সিনি কেয়ার। বাংলাদেশের আবহাওয়া ও মানুষের ডিমান্ড বুঝে পণ্য আনা হয়েছে। সিনি কেয়ার বাংলাদেশের সিইও রিদওয়ানুল ইসলাম বলেন, বাংলাদেশে ৬৪ টি জেলাতে সিনি কেয়ারের বিপনন কেন্দ্র এবং স্কিনকেয়ার বিশেষজ্ঞ ও পরামর্শ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায়, আগামী ১৪ ফেব্রুয়ারি উওরায় সিনি কেয়ার তাদের প্রথম ফিটনেস সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন