শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাভাইরাসে বাংলাদেশ-চীন বাণিজ্যে প্রভাব পড়েনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৬:৩১ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনাভাইরাসের ফলে বাংলাদেশ-চীন বাণিজ্যে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী।

ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যে কোনো বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত।

এবার রমজানে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়।

সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রশ্নে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন