শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১২৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৬:৪২ পিএম

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ১২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৫০ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত মোট ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সর্বোচ্চ ৩০৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৬ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৩০ হাজার ৩৩৮ জন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৩০ জন কোভিড-১৯ রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন