শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আব্দুল নাসির (২৮) নামে রোহিঙ্গা ক্যাম্পের এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে। নিহত মাদক কারবারি উখিয়া উপজেলার বালুখালী ৮নং ক্যাম্পের (ইস্ট) বি-২৬নং ব্লকের বাসিন্দা মো. জাকেরের ছেলে। র‌্যাবের অধিনায়ক জানায়- ৩১ জানুয়ারি রাত সোয়া ১টায় র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরানপাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি মাদকের চালান বহনকারি স্বশস্ত্র গ্রুপকে চ্যালেঞ্জ করে। মাদক কারবারি ও র‌্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটলে র‌্যাবের ৩ সদস্য আহত হয়। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে ৬৬ হাজার ৯শ ১৫ পিস ইয়াবা, ২টি ওয়ানশুটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি খালি খোসা ও নগদ ৩ হাজার টাকাসহ গুলিবিদ্ধ মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন