বদরগঞ্জে হাবিবুর রহমান(২৩) নামে এক অপহৃত যুবককে উদ্ধারসহ ৩ অপহরণকারিকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের সাব-রেজিষ্ট্রার অফিসপাড়া হতে অপহৃতকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউপির আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মোকাররম হোসেনের ছেলে হাবিবুর রহমান টাঙ্গাইলে তাঁতের কাজ করতো। সে ছুটিতে বাড়ি আসলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই গ্রামের হাবিবুরের বন্ধু রামব্রীজ রায় রনি(২৩) মোবাইল ফোনে মেইন সড়কের বটতলি নামক স্থানে ডেকে নিয়ে মাইক্রোবাসে করে হাবিবুরকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে হাবিবুরের পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপন দাবি করে। বিষয়টি হাবিবুরের ভাই হাফিজুর রহমান বদরগঞ্জ থানার ওসিকে জানালে গত শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিষ্ট্রার অফিস পাড়ার সামিউল আলম রানার বাড়ি হতে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত হাবিবুরকে উদ্ধার করলেও হাবিবুরের বন্ধু রামব্রীজ রায় রনি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি।
গ্রেফতারকৃতরা হলো, সাব-রেজিষ্ট্রার পাড়া এলাকার আবু সালেহ’র ছেলে সামিউল আলম রানা(২৫), দামোদরপুর ইউপির মোস্তফাপুর গুদামপাড়া গ্রামের লক্ষন দাসের ছেলে গোপাল চন্দ্র দাস(২০), পৌরশহরের রেলগেট এলাকার মজনু মিয়ার ছেলে নাদিম বাবু(১৯)।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার অপহৃত উদ্ধার ও তিন অপহরনকারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপর অপহরকারি দলের সদস্য রামব্রীজ রায় রনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন