রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেলওয়ের বার্ষিক ক্রীড়ায় লালমনিরহাট এগিয়ে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী প্রাকৃতিক লীলাভূমি চট্টগ্রাম। এ গুরুত্বপূর্ণ শহরে পাহাড় ঘেরা পলোগ্রাউন্ড স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে। গতকাল প্রথম দিনে ১১টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। এতে লালমনিরহাট চারটি স্বর্ণ, দুটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ পেয়ে এগিয়ে রয়েছে। দুটি স্বর্ণ, একটি রৌপ্য, একটি ব্রোঞ্জ নিয়ে তাদের পেছনে রয়েছে হেড কোর্য়াটার (পশ্চিম)। প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। এসময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী বক্তব্য রাখেন। আজ প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন