শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মো. তারা মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। গতকাল শনিবার সকাল এগারোটার দিকে মির্জাপুর গ্রামের দুর্গাপুর এলাকার পরিমলের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে। জানা যায়, তারা মিয়া ৬/৭ বছর ধরে শ্বশুরবাড়ি পৌর এলাকার পাহাড়পুর গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে মির্জাপুর বাজারে আসার কথা বলে বের হয়ে আসেন। কিন্তু সারাদিন ও রাতে সে আর বাড়ি ফিরেনি। গতকাল শনিবার সকাল এগারোটার দিকে এলাকাবাসী দুর্গাপুর কলাবাগানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা মিয়ার শ্বশুর মো. আসাদ মিয়া জানান, তার মেয়ের জামাই কুমুদিনী হাসপাতালে দারোয়ানের কাজ করতো। তিন মাস আগে ওই কাজ ছেড়ে দিয়েছেন। কি কারণে সে খুন হয়েছে তা তিনি জানাতে পারেনি। এ ব্যাপারে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, নিহতের নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে জানা যাবে কে কি কারণে তাকে খুন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন