শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

করোনাভাইরাস রোধে চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

পিরোজপুরের কচা নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করেছে চায়না রেলওয়ে ১৭ব্রিজ গ্রুপ কো.লি. প্রতিষ্ঠান। সেতুর নির্মাণ কাজে এই প্রতিষ্ঠান ৫৭ জন চীনের নাগিরক কাজ করেছে। তাই তাদের করোনাভাইরাসের প্রকপ থেকে মুক্ত রাখতে ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য নিয়মিত ডাক্তারী পরীক্ষা করছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ২ জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে।
এ বিষয়ে মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসক ডা. সানজিদা আজাদ সিফা জানান, কুমরিমারা চায়না ব্রেরাকে যারা অবস্থিত আছে তাদের কেউই এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কোনো তথ্য নেই বা লক্ষণ নেই। এমনকি এই স্থান থেকে চীনে কেউ যায়নি এবং কেউ চীন থেকে আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন