আল-আকসায় রমজানের শেষ জুমআ পড়লেন মহিলারা
ইনকিলাব ডেস্ক : আবেগ আর আকাক্সক্ষাকে কোনো প্রাচীর তুলে দমিয়ে রাখা যায় না। এ কথা প্রমাণ করে দিয়েছেন ফিলিস্তিনের মহিলারা। রমজান মাসের শেষ জুমআ সালাতে শরিক হবার জন্য তারা ইসরাইলি সীমান্ত অতিক্রম করে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আসেন। পার্শ্ববর্তী পশ্চিম তীরের রামাল্লা শহর থেকেই মূলত এ মহিলারা মুসলিমদের প্রথম কাবা তথা আল-বায়তুল মুকাদ্দাসে সালাত আদায় করতে আসেন। হাদীস শরীফে এই মসজিদে সালাত আদায় করলে ৫০ হাজার রাকআত সালাতের সওয়াব পাওয়া বলে উল্লেখ করা হয়েছে। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন