বরিশাল নগরীর বিএম কলেজ রোড, বগুড়া রোড, বান্দ রোড, কাউনিয়া, বটতলা এলাকাসহ বিভিন্ন স্থানে ছিনতাই বেড়ে গেছে। ভোররাতে ঢাকা থেকে বরিশালে লঞ্চ এসে পৌঁছে। দূরপাল্লার বাসগুলো এসে থাকে। তখন গলির মোড়ে ছিনতাইকারীরা ওত পেতে থেকে যাত্রীদের মালপত্র লুটে নিতে ছুরিকাঘাতও করে। এ সময় টহল পুলিশের দেখা পাওয়া যায় না। গত সপ্তাহে একই দিনে তিনটি ছিনতাইয়ের ঘটনায় দু›জন আহত হয়। স্থানীয় মাদকাসক্ত বখাটেরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে মনে করা হয়। প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছিনতাই রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বরিশালবাসীর।
বিএম কলেজ রোড, বরিশাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন