শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় হামলা ভাঙচুর ও লুটপাট

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পার্বতীপুরে হিল্লা বিয়েতে রাজী না হওয়ায় স্বামী ও পরিবারের লোকজনের ওপর হামলা, দোকান ভাঙচুর ও লুঠপাট এবং গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার মন্মথপুর ইউনিয়নের কালীরডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় স্বামীর ভাই মিজানুর রহমান (৪৮), মোস্তাকিম (৪৫), আরমিনা (২৮) আহত হয়। আহত মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ও মোস্তাকিমকে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আরমিনাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্বামী মোয়াজ্জেম হোসেন পিতা-আকরাম হোসেন, তাজনগর সাতবাড়ী বাদী হয়ে গত ২৫-০১-২০২০ইং তারিখে হিল্লা বিয়ে এবং ভয়ভীতির জীবন নাশের হুমকি এবং ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটেী আদালতে গত ২৮/০১/২০২০ তারিখে ৯ জনকে আসামি করে মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান জানান, মারপিঠ, লুটপাট, ভাঙচুর, আহতর ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন