শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

জাবিতে বায়োটেক ফেস্ট অনুষ্ঠিত

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাব আয়োজিত ‘বায়োটেক ফেস্ট ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১১টায় এ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের খাদ্য ও পুষ্টি পূরণে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণের সাফল্য অর্জন করা বর্তমান শতকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য পূরণে জীববিজ্ঞানের সকলকে একযোগে কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. নাথুরাম সরকার, এনআইবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরীফ হোসেন এবং বায়োটেক ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রায় ছয় শত শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন