শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে ‘নগ্ন’ উৎসবে হাজারো মানুষের মিলনমেলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৫ পিএম

জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় 'হাডাকা মাতসুরি' উৎসব। গত শনিবার অর্ধনগ্ন হয়ে অন্তত ১০ হাজার মানুষ এমনই একটি উৎসবে যোগদান করেছেন। প্রতিবছর হনশু দ্বীপে দেশটিতে এই উৎসব পালিত হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, উৎসবের নাম নগ্ন হলেও এখানে অংশগ্রহণকারীরা পুরো নগ্ন হন না। তাদের পরনে জাপানি 'ফান্দোসি' নামে কাপড় থাকে এবং পায়ে থাকে 'তাবি' নামে সাদা একজোড়া মোজা।
ব্যাপক ফসল, সমৃদ্ধি এবং উর্বরতা পাওয়ার লক্ষ্যে দেশটির স্থানীয় সময় শনিবার ৩ টা ২০ মিনিট নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবটিতে দেশটির যুবকেরাও অংশ নেন।
উৎসবে রাত ১০ টার দিকে সেখানকার যাজকেরা ১০০ কাঠি ছুড়ে দেন। যারা এই কাঠি পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। তাদের ধারণা, এই কাঠি পেলে আগামী এক বছর তাদের অনেক ভাল কাটবে।
দেশটির ওকায়ামা ট্যুরিজম বোর্ডের এক মুখপাত্র মিকো ইতানো বলেন, আমরা আশা করি তারা (যুবকেরা) এই ঐতিহ্য ভবিষ্যতে ধরে রাখবে। ইনডিপেন্ডেন্ট, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন