মেয়র হিসেবে দায়িত্ব পালনে নিজেকে শতভাগ সফল দাবি করে আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কাজের ক্ষেত্রে আমাকে ব্যর্থ বলার কোনো সুযোগ নেই। এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না।
চসিকের ইতিহাসে ৪০ বছরে যত কাজ হয়নি, তার চেয়ে অনেক বেশি কাজ হয় আমার সময়ে। এ সময় যতগুলো প্রকল্প প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, বিগত দিনে কেউ এতো প্রকল্প পাননি।
গতকাল সোমবার ঢাকা থেকে ফিরে নিজ বাসভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দীন।
এসময় সেখানে শত শত নেতাকর্মীর ভিড় জমে।
মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় কর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। সবার উদ্দেশে আ জ ম নাছির বলেন, মনোনয়ন আমার পৈতৃক সম্পত্তি নয়। আজীবন আমি একটি পদে থাকবো না।কেউ আসবেন, কেউ বিদায় নেবেন- এটি স্বাভাবিক প্রক্রিয়া। এসব নিয়ে কাল্পনিক কারণ খোঁজাটা আমি স্বাভাবিক মনে করি না। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে দলের সাধারণ সম্পাদক করেছেন। তিনবারের সফল মেয়র শ্রদ্ধেয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সরিয়ে তিনিই আমাকে মেয়র পদে মনোনয়ন দেন। এখন আমার পরিবর্তে আরেকজনকে মনোনয়ন দেয়া হয়েছে। দলের প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি নিজেও শতভাগ উজাড় করে দিয়ে কাজ করবেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন