করোনা চিকিৎসায় প্রস্তুত নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতাল। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রচেষ্টায় জটিলতার অবসান হচ্ছে। গতকাল মঙ্গলবার নগর ভবনে এক সমন্বয় সভায় মেয়র বলেন, খুব শিগগির হাসপাতালটি চালু হবে। চমেক হাসপাতালের একটি ইউনিট হিসেবে এই হাসপাতালে করোনা চিকিৎসা দেয়া হবে। হাসপাতাল পরিচালনার ব্যয়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলেই কয়েক দিনের মধ্যেই হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলে জানান মেয়র।
সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চমেক প্রিন্সিপাল প্রফেসর ডা. শামীম হাসান, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন