নগরীর সড়ক অলিগলিতে থাকা অভুক্ত কুকুরের মুখে খাবার তুলে দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার তিনি কয়েকটি এলাকায় ঘুরে রান্না করা খাবার খাওয়ান তাদের।
এসময় মেয়র বলেন, প্রাণি জগতে কুকুর প্রভুভক্ত ও মানুষের উপকারী জীব। এদের একটি অংশ গৃহপালিত। করোনা দুর্যোগে তারা এখন খাদ্য সঙ্কটে আছে।
মধ্যরাতে ক্ষুধা কাতর কুকুরের আকুল বিলাপে আমার মন কাঁদে। মেয়র সবাইকে এসব প্রাণির জীবন রক্ষায় দয়ার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, প্রতিটি জীব আল্লাহর সৃষ্টি। প্রাণির সম্মিলিত সহযোগে প্রকৃতির ভারসাম্য সুরক্ষা হয়। তাই শুধু মানুষই নয়, সব প্রাণিও প্রকৃতির সঙ্গী। এ শিক্ষা করোনা দুর্যোগকালীন দুঃসময়ে গ্রহণ করা উচিত।
মেয়রের এমন ভূমিকায় খুশি নগরবাসী। নিজহাতে পথকুকুরের মুখে খাবার তুলে দিয়ে মেয়র নগরববাসীকে এই বার্তা দিলেন, তিনি তাদেরও মেয়র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন