শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেয়র নাছিরের বিদায়ী সেলফি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৮:০৮ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখন বিদায়ের সুর। আগামী ২৯ মার্চ নির্বাচন। মেয়াদ থাকলেও তড়িগড়ি নির্বাচন দেয়ায় বর্তমান মেয়র, কাউন্সিলররা বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশনের ৫৬তম সাধারণ সভা হয়। সভা শেষে কাউন্সিলরদের নিয়ে সেলফি তোলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রæত ছড়িয়ে পড়ে এ ছবি। কাউন্সিলরদের অনেকে মেয়রের সাথে সেলফি তোলেন। উল্লেখ্য, চসিক নির্বাচনে এবার দলীয় মনোনয়ন পাননি আ জ ম নাছির উদ্দীন। বর্তমান কাউন্সিলরদের মধ্যে ১৮ জনকে দেয়া হয়নি দলীয় সমর্থন। তবে তারাও প্রার্থী হয়ে মাঠে নেমে পড়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন