বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংক্রমণমুক্ত পরিবেশে পশু বেচাকেনা চলবে : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৯:৩৩ পিএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঈদ উল আযহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ঈদ উৎসব। এই ঈদে আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য আমরা পশু কোরবানী করে থাকি। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণমুক্ত পরিবেশে কোরবারিন পশু বেচাকেনা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার নুর নগর হাউজিং এস্টেট পশুর বাজার পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, করোনাকালে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং রীতিনীতি পালনের ধরণ পাল্টে গেছে। নগরীতে চসিক নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে সংক্রমণ প্রতিরোধে সুষ্ঠুব্যবস্থাপনার আওতায় এনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ রহিম সওদাগর, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, মো. তসকির আহমদ, মোহাম্মদ আলী আব্বাস তালুকাদর উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন