বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানবিক বিপর্যয় ঠেকাতে বিত্তবানদের প্রতি আহ্বান মেয়র নাছিরের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৯:১২ পিএম

করোনায় মানবিক বিপর্যয় ঠেকাতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের পাশাপাশি করপোরেট হাউসসহ বিত্তবানরা এগিয়ে আসলে সংকট মোকাবেলা সহজতর হবে।
সোমবার টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৪৮৮জন শিক্ষকদের মাঝে ভোগ্যপণ্যের উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব এক মহা সংকটের মুখোমুখি। জীবন বাঁচাতে লকডাউনের ফলে মধ্যম ও নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সংকট দেখা যাচ্ছে। মধ্যবিত্তরাও আছে চরম সংকটে। লোক লজ্জায় না পারছে বলতে না পারছে কিছু করে খেতে।
মেয়র বলেন, এই সংকটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন