শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৫ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে মা-ছেলের লাশ ৫ দিন পর রাঙ্গুনিয়া সরফভাটা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম হতে কাপ্তাইয়ে ইসকনের ১২৭ সদস্য একটি দল র্তীথভ্রমণে কাপ্তাইয়ে শিলছড়ি আসে। তারা তিনটি ইঞ্জিনচালিত নৌকা যৌগে চিৎমরম বৌদ্ধ মন্দিরে যাওয়ার সময় ইদ্রিসের বাগান এলাকায় তাড়াহুড়া করে উপরে ওঠার সময় একটি নৌকা থেকে ডুবে তিনজন নিখোঁজ হয়। দেবলীনা (১০) নামে ১ কিশোরীর লাশ ঐ দিন বিকালে ডুবরিদল উদ্ধার করে। নিখোঁজ থাকে মা টুম্বা মজুমদার (৩০) ও তার ছেলে বিজয় মজুমদার (৫)। ৫ দিন পর কাপ্তাই উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় পাশ্বর্বতী উপজেলা রাঙ্গুনিয়া সরফভাটা কর্ণফুলী নদীতে মা-ছেলের লাশ ভাসমান অবস্থায় থানা পুলিশ উদ্ধার করে। ঘটনা নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন