কচুরিপানা খাওয়া যাবে কি যাবে না এনিয়ে গত দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন যুবককে কচুরিপানা চিবিয়ে খেতে দেখা যাচ্ছে। নেট দুনিয়ায় যা নিয়ে আবার নানা মন্তব্য করছেন অনেকে।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা খাওয়া নিয়ে মন্তব্য করেন। তার কথাটি 'টক অব দ্য কান্ট্রি'তে পরিণত হয়। এরই মাঝে ভিডিওটি ভাইরাল হওয়ায় ফেইসবুকে বিষয়টি সবার নজর কেড়েছে। যদিও মন্ত্রী পরের দিনই জানিয়েছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তিনি মূলত গবেষণার কথা বলেছেন।
ওই যুবকের কচুরিপানা চিবিয়ে খাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখেছেন, বিষয়টাকে অতিরঞ্জিত করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এটা অতিরঞ্জিতের কি আছে, খেয়ে তো পরীক্ষা করে দেখতে হবে।
তাফসির হাসান লিখেছেন, ‘‘হ ভাই এখনই খাওয়া শুরু করেন, আমি তো গবেষণার পর কিছু বাহির হলে খাবো, কানে কালা লোকজন কাচা কচুরিপানা খাইলে কানের ও চোখের জ্যোতি বাড়বে।’’
আলিম আল রাজি লিখেছেন, ‘‘জটিল ভাই, কোন মসলাপাতি আর রান্নার ঝামেলা নাই। মন্ত্রী মহোদয় জেনে বুঝেই বলেছেন। কিন্তু ভয় হয় উনি আবার দুধ দিতে বলবেন না তো?’’
মাসুদ আলম লিখেছেন, ‘‘পৃথিবীতে যে হারে মানুষ বাড়ছে কৃষিজমি আস্তে আস্তে কমছে বিকল্প খাদ্য ব্যবস্থার চিন্তা-গবেষণা পৃথিবীর অনেক দেশে শুরু করেছে। হয়তো এমন দিন আসতেও পারে। মানুষ খাবার না পেয়ে ঘাস কচুরিপানা খেতে বাধ্য হবে।’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন