জি বাংলার ‘বকুল কথা’য় অভিনয় করে উষসী রায় এখন বকুল নামেই বেশি পরিচিত। এই মাসের প্রথম দিনে ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হবার পরপরই উষসী নতুন আরেকটি প্রজেক্টে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ব্রিটিশ আমলের অবিভক্ত বাংলার প্রথম মহিলা চিকিৎসক ডা. কাদম্বিনী গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করবেন উষসী। বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করলেও কাদম্বিনীর পরিবারের আদি নিবাস ছিল বরিশালের চাঁদসি। ব্রিটিশ আমলের রক্ষণশীল সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই নারী গ্র্যাজুয়েট হয়েছিলেন (১৮৮৩)। কাদম্বিনী ছিলেন ভারতের দ্বিতীয় নারী চিকিৎসক। তার আগে বোম্বের আনন্দি গোপালরাও জোশি ডাক্তারি পাশ করেন। কাদম্বিনীর কথা ফ্লোরেন্স নাইটিংগেল তার ‘হাউ ইন্ডিয়া রট ফর ফ্রিডম’ বইতে উল্লেখ করেছেন। এছাড়া ব্রিটিশ সমাজ সংস্কারক অ্যানি বেসান্টও কাদম্বিনীর কাজের স্বীকৃতি দিয়েছেন। উষসী জি বাংলার ‘কাদম্বিনী’তে কাজ শুরু করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। এরই মধ্যে চ্যানেলটিতে আসন্ন ধারাবাহিকটির প্রোমো দেখান শুরু হয়েছে। ‘বকুল কথা’ আগে উষসী স্টার জলসার ‘মিলন তিথি’ ধারাবাহিকে অভিনয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে স্টার জলসা চ্যানেলও সম্প্রতি ‘কাদম্বিনী’ আসছে উল্লেখ করে একটি ধারাবাহিকের প্রোমো প্রচার করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন