জি বাংলা চ্যানেলের ‘মিঠাই’তে মিঠাই আর উচ্ছে বাবুর কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁতে সক্ষম হয়েছে। আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডু অভিনীত ধারাবাহিকটি বাংলা সব সিরিয়ালকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে পেরেছে। তারপরই আছে একই চ্যানেলের ‘অপরাজিতা অপু’; গত সপ্তাহেই তাই ছিল। অপুর বিয়ের নাটকীয় ধারাটি এর পেছনে কাজ করেছে বোঝা যায়। ‘অপরাজিতা অপু’র কেন্দ্রীয় জুটি রোহণ ভট্টাচার্য এবং সুস্মিতা দে। দুই চরিত্রের বিরোধ কাহিনীকে আকর্ষণীয় করেছে। জি বাংলার ‘কৃষ্ণকলি’র সা¤প্রতিক নাটকীয়তা সিরিয়ালটিকে এগিয়ে তিন নম্বরে উঠিয়ে এনেছে। এখন রাধার ষড়যন্ত্র নিয়ে কাহিনীধারা এগিয়ে যাচ্ছে আর শ্যামাও রাধার মুখোমুখি হবার জন্য তৈরি হয়েছে। রাধা ষড়যন্ত্র করে শ্যামার মেয়ে কৃষ্ণা আর অনিকে বিয়ে করিয়েছে। চৌধুরী পরিবারকে চরম অপমান করা জন্য তার এই ষড়যন্ত্র। ইন্দ্রানী হালদার অভিনীত স্টার জলসার ‘শ্রীময়ী’ আছে চতুর্থ অবস্থানে। এই ধারাবাহিকের সর্বশেষ কাহিনী ধারায় দর্শকরা ঠিক সন্তুষ্ট নয় বলে প্রকাশ। ছোটুর পরিবারে সঙ্কট আর দিঠির সঙ্গে তার নতুন প্রেম সিরিয়ালটিকে শীর্ষ পাঁচে এনেছে অবশেষ। কমেডি-ড্রামা ‘খড়কুটো’ চলতি সপ্তাহে পাঁচে নেমে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন