শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্ষমা চেয়ে ফিরে গেল চোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রাক্তন সেনা কর্মকর্তার ফাঁকা বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে সততার পরিচয় দিলেন চোর। চুরি না করে বরং তার কর্মের জন্য ক্ষমা চেয়ে গেছেন তিনি। স¤প্রতি কেরালের এক বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। আর ঘটনা সামনে আসতেই তা কাহিনী হয়ে যায়। পুলিশ স‚ত্রে জানা গেছে, কেরালে এক প্রাক্তন সেনা অফিসারের ফাঁকা বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। কিছুক্ষণ থেকে বেরিয়েও যান। তার মাঝে অদ্ভুত কিছু কান্ড করে যান। গৃহকর্তা দু’ মাস বাড়ির বাইরে। পরদিন সকালে বাড়ির কাজের লোক এসে দেখেন এই সব কান্ড হয়ে রয়েছে, খবর যায় পুলিশে। পুলিশ তদন্ত করেতে গিয়ে দেখে, দেয়ালে মালায়ালামা ভাষায় কিছু লিখে রেখে গেছেন ওই চোর। লিখেছেন, এই ঘরে ঢুকে টুপি দেখে আমি বুঝতে পারি, এটি একজন সেনা অফিসারের বাড়ি। আগে যদি বুঝতে পারতাম, তাহলে এখানে ঢুকতাম না। অফিসার, আমাকে ক্ষমা করবেন। আমি বাইবেলের অষ্টম অনুজ্ঞা লঙ্ঘন করেছি। বাইবেলের দশটি অনুজ্ঞার মধ্যে অষ্টমে বলা হয়েছে, ‘যা তোমার নয়, তা কখনও নেয়া উচিত নয়।’ সংবাদমাধ্যম স‚ত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রথমে আলমারি খুলে দেড় হাজার টাকা পকেটস্থ করেন। তারপর ঘরে রাখা মদের বোতল থেকে কিছুটা পানীয় গলার্ধকরণ করার পর দেখতে পান সেনা অফিসারের টুপি। তারপরই তার বোধোদয় হয় বলে ধারণা। বোধোদয় হওয়ার পর ওই ব্যক্তি চুরি করা দেড় হাজার টাকা ফের রেখে দেন। সেই সঙ্গে পাশের একটি বাড়ি থেকে চুরি করা একটি ব্যাগও সেখানে রেখে দিয়ে যান। সঙ্গে একটি চিরকুটও রেখে যান। সেখানে লেখা ছিল, ‘পাশের বাড়ি থেকে নেয়া এ ব্যাগটি দয়া করে তার মালিককে ফিরিয়ে দেবেন। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন