সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মুজিববর্ষের উদ্বোধনী মঞ্চ পরিদর্শনে কামাল নাসের চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ এএম

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠিত হবে। তার আগে মঞ্চ, প্যান্ডেল ও অন্যান্য স্থাপনা নির্মাণের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
গতকাল শুক্রবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মোমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ড. মো. মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমসহ বাস্তবায়ন কমিটি, সেনা, বিমান, নৌবাহিনী, সংশ্লিষ্ট দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে দেওয়া প্রেজেন্টেশন শেষে আগামী ১০ই মার্চের মধ্যে প্রস্তুতি শেষ হবে বলে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mohammasd sirajullah ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩০ এএম says : 0
Under no circumstances Butcher Modi should be allowed to desanctify the Birthday Celebration of Sheikh Mujibur Rahman.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন