বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুজিববর্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নড়াইলের লোহাগড়ায় মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনের নামে প্রতিষ্ঠিত ‘মুন্সী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরি’র পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লে. কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্বা এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকবার আহম্মদ, লোহাগড়া হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এড. আবদুস ছালাম খান, প্রাক্তন চেয়ারম্যান ফয়জুল হক রোম। মরহুম প্রধান শিক্ষক মুন্সী মোয়াজ্জেম হোসেনের সহধমির্নী মাজেদা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর মাঝে একখানা করে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এম আব্দুল্লাহ জানান, বই প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পরবর্তীতে প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। তখন পুরষ্কার বিতরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন