গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৭৫) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের কাশিয়ানী উপজেলার গোপালপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার রাতে ওই নারী মারা যান। কিভাবে ওই নারী ট্রেনে কাটা পড়েছে, তা তিনি জানাতে পারেননি। এছাড়া ওই নারীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত ওই নারীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন