রাজধানীতে অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতররা হলেন- মো. সোহেল (৩০), মো. খোকন (৩০), মো. নুরুল ইসলাম ওরফে বাবু (২২), মো. চাঁন মিয়া (২২), মো. স্বপন মিয়া (২০), মো. জহিরুল ইসলাম (২০), মো. তুষার (২০), মো. নাহিদ (১৯), মো. ফাহিম হোসেন (১৯), মো. জনি (২০) ও মো. আলী (৩০)।
গতকাল খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান, গত রোববার রাতে খিলগাঁও থানার নবীন বাগস্থ বালুর মাঠে তারা ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে সাতটি স্টীলের চাপাতি, চারটি চাকু ও ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন