শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদ নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ভারতের দিল্লিতে মুসলমানদের নৃসংশভাবে গণহত্যা, মসজিদ ভাঙচুর ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি নেত্রকোনায় বিক্ষোভ করেছে হাজার হাজার তৌহিদী জনতা। গতকাল সোমবার সকাল ১১টায় সর্বস্তরের তৌহিদী জনতা, নেত্রকোনার ব্যানারে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জেলা শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।
মিছিল শেষে মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি তাহের কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা দোলোয়ার হোসাইন, মাওলানা ইউনূছ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি জাকারিয়া, মাওলানা আবু সায়েম খান, হাফেজ আবুল কাশেম, মাওলানা আসাদুর রহমান আকন্দ ও মাওলানা মফিজ উদ্দিন প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন