পঞ্চগড়ের বোদায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। গত বুধবার বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. মোস্তফা কামাল (২২)। সে মিয়ানমারের মংরার এলাকার মো. কাসেমি ও ফিরোজা খাতুনের ছেলে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১২ নম্বর কুতুপালং ক্যাম্পের সদস্য সে।
গোয়েন্দা সংস্থা এনএসআই সুত্রে জানা যায়, ময়দানদিঘী জেমজুট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তফা কামালের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে এনএসআইয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা কথা স্বীকার করলে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামান রোহিঙ্গা যুবকে আটক করে হাজতে রাখা হয়েছে। পুলিশি প্রহরায় তাকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছে দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন