শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুজিববর্ষ পালনে পিছিয়ে থাকবে না মাদরাসাগুলো

রাজশাহীতে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের মাদরাসাগুলো পিছিয়ে থাকবে না। জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে। এমন কথা জানালেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। মতবিনিময় সভায় ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ সবার সাথে খোলামেলা কথা বলেন। কিভাবে অনুষ্ঠান সুন্দর করা যায় সে ব্যাপারে পরামর্শ আদান-প্রদান করেন। তিনি প্রত্যেক মাদরাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার করার তাগিদ দেন। আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজশাহীতে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মশত বার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
কর্মসূচি সফলে এগারো সদস্যের কমিটি ঘোষণা করেন। উপস্থিত মাদরাসা প্রধান ও শিক্ষকগণ মুজিববর্ষের কর্মসূচি রাজশাহীতে নেয়ার জন্য ভিসিকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান। ভিসি বলেন, ঢাকায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ছাড়াও সারাদেশের মাদরাসাগুলোকে এ কর্মসূচির সাথে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এজন্য এ মতবিনিময় সভার আয়োজন।
গতকাল বিকেলে রাজশাহী মদিনাতুল কামিল মাদরাসা মিলনায়তনে কামিল ফাজিল মাদরাসা প্রধান ও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান মেহমান ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। মদীনাতুল উলুম কামিল মাদরাসা সভাপতি মো. শামসুদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রা.বি. অধ্যাপক আব্দুস সালাম আল মাদানী। প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহ, মাদরাসা অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা সভাপতি মো. সারোয়ার কামাল, প্রিন্সিপাল এইচ এম শহীদুল ইসলাম, সাকোয়া বাকশৈল কামিল মাদরাসা প্রিন্সিপাল মো. আব্দুল কাদের, মন্ডুমালা কামিল মাদরাসা প্রিন্সিপাল মো. আমির উদ্দিন, বাঘা ফাজিল মাদরাসা প্রিন্সিপাল মো. আব্দুল গফুর, দূর্গাপুর ফাজিল মাদরাসা প্রিন্সিপাল মো. আলতাফ উদ্দিন।
অনুষ্ঠানে রাজশাহী জেলার ফাজিল-কামিল মাদরাসার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি অধ্যাপক কে এম সালাহ উদ্দিন। অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সফল ও সার্থক করণে দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মো. ইউছুফ আলী। অনুষ্ঠানে প্রধান মেহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন