শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষের কর্মসূচি স্থগিত

করোনা ভাইরাস

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৬:০৬ পিএম

করোনা ভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত দেশব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০ইং কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের কারণে আগামী ১৮মার্চ থেকে দেশব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচির তারিখ কলেজসমূহকে বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে জানানো হবে।

উল্লেখ্য এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উল্লেখিত কর্মসূচি ঘোষনা করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন