৩৩ বছর পর রুমা উপজাতীয় আবাসিক উচ্চবিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের আ্যলামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি), রুমা জোনের উপঅধিনায়ক মেজর যুবায়ের শফিক (পিএসসি), অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়য়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবু বিন ইয়াছিন আরাফাতসহ রুমা উপজাতীয় আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্র্তমান ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষর্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূর্ণমিলনী অনুষ্ঠানে আবাসিক বিদ্যালয়ের ১৫টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। আর এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছি। পার্বত্য মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন