চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে জলাতঙ্ক নির্মূলের লক্ষে গতকাল রোববার সকাল থেকে শুরু হয়েছে কুকুরকে ধরে টিকাদান কার্যক্রম। এ টিকাদান কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
জানা যায়, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলায় ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে কুকুরকে ধরে টিকা দিচ্ছে। আনোয়ারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, গতকাল থেকে উপজেলার ১১টি ইউনিয়নে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির অংশ হিসেবে কুকুরদের ধরে টিকা প্রদান করা হচ্ছে। এই উপলক্ষে গঠিত ইউনিট মাঠে কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এ মনিটরিং টিমের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন