শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলবে বাল্যবিবাহ করতে এসে বর শ্রীঘরে

মতলব উত্তর(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:৫৮ পিএম

বাল্যবিবাহ করতে এসে বর শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নওদোনা গ্রামে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ,এম, জহিরুল হায়াত স্যারের নেতৃত্বে শুক্রবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নওদোনা গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে তামান্না আক্তার (১৬)কে গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে মৃত এনামুলক হকের ছেলে মোঃ ইমরান হোসেন (৩৪) এর সহিত বাল্যবিবাহ কার্য সম্পাদনকালে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় হাতেনাতে আটক করা হয়। আটককৃত বরকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারার অপরাধে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া একই দিনে মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ,এম, জহিরুল হায়াত স্যারের নেতৃত্বে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক উত্তর পাড়ায় মোঃ ফারুক সরকারের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আক্তার (১৫) এর বাল্যবিবাহ সম্পাদনের চেষ্টাকালীন বর ও কনের অভিভাবককে আটক করা হয়। আটকৃত বর ও কনের অভিভাবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিব না মর্মে মুচলেকা আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন