শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৪:৪৬ পিএম | আপডেট : ৫:৩৯ পিএম, ২৩ মার্চ, ২০২০

আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ওই সময় পুলিশ ও হাসপাতাল, বাজারসহ নিত্য প্রয়োজনীয় সেবা খাত খোলা থাকবে। আজ সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছুটিকালীন দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে জনসমাগম সীমিত করতে কাল মঙ্গলবার থেকে সশস্ত্রবাহিনী নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মলনে জানানো হয়, কাল মঙ্গলবার ও পরশু বুধবার ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে মানুষ যাতে নিরাপদে অবস্থান নিতে পারে অথবা নিরাপদ স্থানে চলে যেতে পারে সেজন্য এই সময় দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন