একাত্তরের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে বৈঠক বাতিল হয়। এদিন, সৈয়দপুরে, বিহারী ও পাকবাহিনী গণহত্যা চালায়। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ।
২৪শে মার্চ, ১৯৭১। আন্দোলনকারীদের উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আমি কঠোর সংগ্রামের জন্য বেঁচে থাকব কিনা জানিনা, আপনার আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, মানুষের মত স্বাধীনভাবে বেঁচে থাকব, নয়তো সংগ্রামে নিশ্চিহ্ন হয়ে যাবো। এদিন সৈয়দপুরে বিহারীও পাকবাহিনী নারকীয় গণহত্যা চালায়। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ বলেন, এইসব ঘটনা রাজনৈতিক সমস্যা সমাধানের সম্ভবনাকে বিপন্ন করে। এদিন থেকেই অবাঙালিরা হত্যা, লুণ্ঠন শুরু করে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যে নির্ধারিত বৈঠক বাতিল হয়ে যায়।###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন