শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লঞ্চ চাপায় ভোলার স্প্রীট বোর্ট চালক নিখোঁজ, ট্রলির নিচে চাপা পরে দুইজন নিহত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৬:১৭ পিএম

লঞ্চ থেকে যাত্রী নামাতে গিয় ভোলার স্প্রীট বোর্ট চালক নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে ইলিশার চরআনন্দের মুনাফ সাজীর ছেলে জাহাঙ্গীর সাজী ইলিশা ঘাট থেকে চাঁদপুরের লঞ্চ থেক যাত্রী নামাতে গিয়ে লঞ্চের নিচে পরে নিখোঁজ হয়ে যায়। ঢাকা থেকে ভোলায় আসা যাত্রী নামাতে গিয়ে চাঁদপুরের লঞ্চের পিছনে স্প্রীট বোর্ট বাধার পর হঠাৎ করে লঞ্চটি পেছনের দিকে বেক করলে বোর্টটি লঞ্চের নিচে ডুকে যায় এসময় একজনকে উদ্ধার করলেও ইলিশা চর আনন্দের জাহাঙ্গীর কে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতক্ষদর্শিরা জানিয়েছেন লঞ্চের পাখায় আঘাত লেগে জাহাঙ্গীর হয়তো পানিতে তলিয়ে গেছে। এ খবর শুনে ভোলার ইশিশা ঘাটে জাহাঙ্গীরের আত্নীয় স্বজন ভীড় করলেও লঞ্চ যোগাযোগ বন্ধ থাকায় কেউ চাঁদপুরে যেতে পারেননি। স্বজনরা ভোলার প্রশাসনের কাছে অন্তত লাশটি যাতে ফেরত পেতে পারে তার দাবী জানিয়েছেন। অন্যদিকে ভোলায় ফিটনেস বিহীন নিষিদ্ধ ট্রলি প্রাণ কেড়ে নিল ২জনের। ঘাতক ট্রলির ধাক্কায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছে।গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম জয়নাল আবেদিন (৮০) সে ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানাগেছে। অপরদিকে ট্রলির হেলপার ওহিদ ঘটনাস্থলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওহিদ ওই এলাকার বাসিন্দা মোঃ মুনাফ এর ছেলে। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ জয়নাল তার বাড়ীর সামনের পাকা সড়কের পাশে বসা ছিলেন, এসময় ঘাতক ট্রলি চালক পান্না ইট ভাটা থেকে ইট বোঝাই করে ভোলার দিকে যাওয়ার পথে পথিমধ্যে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ট্রলি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে খবর পেয়ে ভোলা সদর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়টি ভোলা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনায়েত হোসেন নিশ্চিত করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন