প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এর থাবা পড়েছে ভারতেও। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার থাবায় অর্থনৈতিক ব্যবস্থাও পড়েছে হুমকির মুখে। লকডাউন থাকায় দেশটির মানুষ এখন গৃহবন্দী। এ পরিস্থিতিতে সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের দুই মাসের পেনশন অগ্রিম দেয়ার কথা ঘোষণা দিয়েছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকারের সব দফতরের পেনশনভোগীরা এপ্রিল ও মে মাসের পেনশন অগ্রিম পাবেন। ইতোমধ্যে সব দফতরে চিঠি
পৌঁছে গেছে। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন