বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বেচ্ছায় পদত্যাগেও পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা

হাইকোর্টের আদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

সরকারি চাকরি বিধিমালার ৩০০ নম্বর বিধিকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে কেউ সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিলে চাকিরর মেয়াদ অনুযায়ী পেনশনসহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী জিনাত হকের ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী মো. মাহবুব মোরশেদ স্বয়ং। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
আদেশের বিষয়ে সরকারপক্ষীয় এই আইন কর্মকর্তা গতকাল শনিবার জানান, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কেউ স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলে বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৩০০ অনুযায়ী চাকরি ‘বাজেয়াপ্ত’ বলে গণ্য হওয়ায় কেউ পেনশন সুবিধা পেতেন না। বিধি উল্লেখিত ‘পদত্যাগ করলে চাকরি বাজেয়াপ্ত বলে গণ্য হবে’ এই অংশটুকুকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন।
পিটিশনার অ্যাডভোকেট মাহবুব মোরশেদ বলেন, সরকারি চাকরি থেকে ‘পদত্যাগ’ করলে চাকরি বাজেয়াপ্ত হবে বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধি-৩০০ অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে কোনো সরকারি চাকরিজীবী যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাহলে তার চাকরি ‘বাজেয়াপ্ত’ হিসেবে বিবেচিত হবে না।
প্রসঙ্গত: মাহবুব মোরশেদ সহকারী জজ হিসেবে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর চাকরিতে যোগ দেন। ২০১১ সালে স্বেচ্ছায় বিচারকের চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ওই বছরের ৩১ জানুয়ারি থেকে তার পদত্যাগপত্রটি কার্যকর হয়। পরে এককালীন পেনশন ও অন্যান্য সুবিধা মঞ্জুরের জন্য মাহবুব মোরশেদ আইন মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর হয়েছে জানিয়ে মাহবুব মোরশেদ যাতে স্বল্প সময়ের মধ্যে এককালীন আনুতোষিক পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দেন।
এ পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে মাহবুব মোরশেদের পেনশন সংক্রান্ত কেসটি ফেরত দিয়ে আইন মন্ত্রণালয়ে ওই বিষয়ে চিঠি পাঠান। মাহবুব মোরশেদের পেনশন সুবিধা আটকে যায়। চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পেনশনের জন্য গণনাযোগ্য হবে না। আলোচ্য ক্ষেত্রে পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।
এ অবস্থায় বিধি-৩০০ ও ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৮ মে হাইকোর্ট রুল দেন। রুলে বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) ৩০০ বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং ওই চিঠি কেন আইনগত কর্তৃত্ববহিভর্‚ত ঘোষণা করা হবে না-এই মর্মে কারণ জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।
তিনি আরো জানান, পেনশন পাওয়া না-পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (কাটল) বিধি ৩০০ অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় কেউ পদত্যাগ করলে চাকরির মেয়াদ অনুযায়ী পেনশনসহ চাকরির অন্যান্য সুবিধা পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (19)
Moshiur Rahman ২১ মার্চ, ২০২১, ২:২১ এএম says : 1
সরকারি চাকরিজীবীদের জন ভালো সুখবর।
Total Reply(0)
রাজিব ২১ মার্চ, ২০২১, ২:২২ এএম says : 0
সরকাারি চাকরির এমনিই ডিমান্ড বেশি তার ওপর িএমন নিয়ম হলে আর কে ঠেকায়।
Total Reply(0)
চাদের আলো ২১ মার্চ, ২০২১, ২:২২ এএম says : 0
ভালো খবর।
Total Reply(0)
হেদায়েতুর রহমান ২১ মার্চ, ২০২১, ১১:৪৩ এএম says : 0
কোন অপরাধ করলে তাদের পেনশন বন্ধ করে দেয়া উচিত হবে।
Total Reply(0)
গোলাম মোস্তফা ২১ মার্চ, ২০২১, ১১:৪৬ এএম says : 0
তবে এটা একটা নির্দিষ্ট বয়সসীমা থাকা দরকার
Total Reply(0)
Abdul matin ২১ মার্চ, ২০২১, ২:৫০ পিএম says : 0
I refined from Bangladesh navy willingly on1989 wild I get this pacalities
Total Reply(0)
নাজমুল সুমন ৩১ মার্চ, ২০২১, ১১:৩১ পিএম says : 0
ভীষণ গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত। জড়িত সকলকে ধন্যবাদ।
Total Reply(0)
নাজমুল সুমন ৩১ মার্চ, ২০২১, ১১:৩১ পিএম says : 0
ভীষণ গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত। জড়িত সকলকে ধন্যবাদ।
Total Reply(0)
Sheikh Alpana Akhter ১ এপ্রিল, ২০২১, ৩:১২ এএম says : 0
খুব ভালো এবং সময়োপযোোগি সিদ্ধান্ত।
Total Reply(0)
Sheikh Alpana Akhter ১ এপ্রিল, ২০২১, ৩:১৩ এএম says : 0
খুব ভালো এবং সময়োপযোোগি সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ।
Total Reply(0)
Md.alamin ১ এপ্রিল, ২০২১, ৯:১৭ এএম says : 0
খুবই সুন্দর উদ্যোগ।সরকারি চাকুরিজীবিদের জন্য বৎসরে তিনটা ইন্ক্রিমেন্টের ব্যবস্থা করা হউক।
Total Reply(0)
মোঃ শাহ আলম ১ এপ্রিল, ২০২১, ১০:৩৬ এএম says : 0
অতি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত।সংশ্লিষ্ট সকল কে হ্নদয় থেকে ধন্যবাদ।
Total Reply(0)
Tapan Kumar Das ১ এপ্রিল, ২০২১, ৬:২৫ পিএম says : 0
Thanks all
Total Reply(0)
Tapan Kumar Das ১ এপ্রিল, ২০২১, ৬:২৫ পিএম says : 0
Thanks all
Total Reply(0)
purnendu ১ এপ্রিল, ২০২১, ৬:২৬ পিএম says : 0
মাহবুব মোরশেদ সাহেবের নাম্বারটা প্রয়োজন।
Total Reply(1)
Ashraful Alam ১১ এপ্রিল, ২০২২, ৫:০২ পিএম says : 0
I need a phone number Mr. Mahbub Morshed.
মোঃ গোলাম সরওয়ার ৬ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম says : 0
আমি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে সাড়ে ছয় বছর চাকরি করি। অন্যত্র চাকরি হওয়াতে আমি সেখান থেকে অব্যাহতি চেয়ে আবেদন করি। আমি কোন প্রকার সুযোগ সুবিধা পাব কি? এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন জারি হয়েছে কি? জানালে উপকৃত হব।
Total Reply(0)
সাদ্দাম ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৭ পিএম says : 0
এই রায়ের নাকি কোন কার্যকর হয়নি।এই বিষয়ে সরকার কোন প্রজ্ঞাপন জারি করেননি।
Total Reply(0)
সাদ্দাম ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৭ পিএম says : 0
এই রায়ের নাকি কোন কার্যকর হয়নি।এই বিষয়ে সরকার কোন প্রজ্ঞাপন জারি করেননি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন