শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে খাবার পাচ্ছে ১৮ হাজার পরিবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

১৮ হাজার পরিবারকে চাল-ডালসহ খাবার দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাধারণ ছুটির সময় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের এসব মানুষের জন্য এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার ট্রাকে করে নগরীতে ভাসমান ও হতদরিদ্রদের এক হাজার জনের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়। তার আগের দিন মহানগরী এবং জেলার ১৬টি উপজেলায় ১৭ হাজার পরিবারকে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন জেলা প্রশাসন প্রতিপরিবারকে চাল ৫ কেজি ও ২ কেজি ডাল এবং এর সঙ্গে সিটি করপোরেশন দিয়েছে ২টি করে সাবান। অন্যদিকে ইউএনওদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে নিত্যপণ্য। পরিবাররপ্রতি ৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন