শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্ত্রীকে নিয়ে হাসপাতালে অক্ষয়!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৪:২৩ পিএম

মাস্কে মুখ ঢাকা। স্ত্রী টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে ছুটলেন অক্ষয় কুমার। রোববার (২৯ মার্চ) ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এমটি দেখা গেল। হঠাৎ কি হয়েছে টুইঙ্কলের? কেনই বা হাসপাতালে যেতে হল?  

ভক্তদের হতাশ করেননি। নিজের ইনস্টাগ্রামে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করোনা হয়নি তার। পা ভেঙে গিয়েছে। তা ড্রেসিং করাতেই এই হাসপাতাল যাত্রা। কিন্তু কী ভাবে পা ভাঙল, কবেই বা ভাঙল, সে বিষয়ে কিছু জানাননি টুইঙ্কল।

করোনার এমন সঙ্কটময় মুহূর্তে এ খবরে চিন্তিত ভক্তরা। শুধু ভক্তরাই নন, সোনালি বেন্দ্রে, নম্রতা শিরোদকর-সহ বলি পাড়ায় বন্ধুরাও উদ্বিগ্ন। পোস্টে কমেন্ট করে অনেকেই লিখেছেন, “জলদি সুস্থ হয়ে ওঠো।”

ইতোমধ্যে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার। একাই ২৫ কোটি রুপি সহায়তা করলেন তিনি। এই দুঃসময়ে অক্ষয়ের এই পদক্ষেপে খুশি ভক্তরা। খুশি স্ত্রী টুইঙ্কলও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন