‘টয়লেট : এক প্রেম কথা’র পর অভিনেত্রী ভূমি পেদনেকারকে আরেকবার অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ‘রক্ষা বন্ধন’ ফিল্মে। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী তারকাটির সঙ্গে স্বাভাবিকভাবেই ভূমির বন্ধুত্বের বন্ধন সময়ে আরও গাঢ় হয়েছে। ভূমি এক সা¤প্রতিক সাক্ষাতকারে জানান তাদের বন্ধুত্বের সূচনা হয়েছিল ২০১৭তে। তিনি বলেন, আমার মনে হয় আমাদের বন্ধুত্ব ক্রমে আরও গভীর হয়েছে। আমি তাকে খুব উঁচু জায়গার রেখেছি। তিনি আমার ক্যারিয়ারের বড় একটি অংশ আর আমরা মিলে খুব সফল কিছু কাজ করেছি। আনন্দ এল. রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ ফিল্মটি সম্পর্কে ভূমি অবশ্য কিছু প্রকাশ করতে রাজি হননি। দুর্ভাগ্যক্রমে আমি এই ফিল্ম সম্পর্কে কিছু বলতে পারব না। আমি নীতিগতভাবে নির্মাতাদের কিছু বলার আগে আমার ফিল্ম সম্পর্কে আগ বাড়িয়ে কিছু বলি না। তবে এটা বলতে পারি আমার প্রিয় দুজন মানুষের সঙ্গে কাজ করেছি খুব আনন্দের সঙ্গে। ৩২ বছর বয়সী একজন পরিবেশবাদী এই অভিনেত্রী পরিচালক আনন্দ এল. রাই’র ভূয়সী প্রশংসা করেছেন। ‘আনন্দ স্যার একজন বিনয়ী ও দয়ালু পরিচালক। তার নির্দেশনায় কাজ করা খুব ভাল এক অভিজ্ঞতা,’ তিনি শেষে বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন