যাকে ছাড়া কল্পনাই করা যায় না বলিউডের কমেডি জগৎ। সেই সুপারস্টার হলেন অক্ষয় কুমার। এবার তার এক সিনেমার পারিশ্রমিকের কথা শুনে অবাক হয়েছেন সবাই।
গত বছরও তার ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল। চলতি বছরে
করোনা পরিস্থিতিতে শুধুমাত্র ‘লক্ষ্মী’ ছবি মুক্তি পেলেও আগামী বছরের কাজ গুছিয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি।
ভারতীয় গণমাধ্যম বলছে, এবার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। আসন্ন কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা নিচ্ছেন অক্ষয়। বি-টাউনের সর্বত্র শোনা যাচ্ছে এই গুঞ্জন।
কিছুদিন আগেও জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ ছবির কাজ শেষ করেছেন অক্ষয়। সেই ছবির সেটেই নাকি এই ছবির চিত্রনাট্য তাকে শোনানো হয়েছিল। চিত্রনাট্য শুনে অক্ষয়ের পছন্দ হয়েছে। অভিনয়ে সম্মতি জানান। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি টাকা পেতে চলেছেন তিনি। বাকি ছবির বাজেট ৩৫ থেকে ৪০ কোটি টাকা।
মন্তব্য করুন