শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সরকার ঘোষিত দলের সাথে আলোচনা করবে না তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

আফগান সরকারের ঘোষিত দলের সাথে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তালেবান। শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ ছিল এই আলোচনা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘তারা সরকারের ঘোষিত দলটির সাথে আলোচনা করবে না, কারণ এই দল সকল আফগান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না।’ আফগান সরকার তালেবানদের সাথে আলোচনার জন্য গত বৃহস্পতিবার এই ২১ সদস্যের ‘অন্তর্ভুক্তিমূলক’ দল ঘোষণা করে, পরবর্তীতে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ এই দলের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে তালেবানদের সাথে সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে আফগান রাজনীতিবিদদের মধ্যে বিরোধ এবং বন্দীদের মুক্তি নিয়ে তালেবান ও সরকারের মধ্যে মতবিরোধের ফলে সংগঠনটির সাথে আফগান সরকারের মধ্যে আলোচনায় অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তালেবানদের সঙ্গে আলোচনার জন্য অবশেষে একটি দল গঠন করতে পারায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ আফগানিস্তানের রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের অভিনন্দন জানিয়েছিলেন। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন